WestBengalBangla

Mar 21 2024, 16:55

নৈহাটীর বড়মা মন্দিরে পুজো দিলেন আসানসোলের প্রাক্তন বিধায়ক তথা বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি

উত্তর ২৪ পরগনা: অর্জুন সিং বিজেপিতে ছিলেন,বাধ্য হয়েই তৃণমূলে গিয়েছিলেন। কিন্তু অর্জুনদার হৃদয় বিজেপিতেই রয়েছে।বৃহস্পতিবার সকালে উত্তর ২৪ পরগনার নৈহাটীর বড়মার মন্দিরে এসে বললেন আসানসোলের প্রাক্তন বিধায়ক তথা বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি।

বৃহস্পতিবার সকালে নৈহাটীর বড়মা মন্দিরে তিনি একা পুজো দিতে আসেন। মায়ের মন্দিরের সামনে দাড়িয়ে সকলের মঙ্গল চেয়ে শান্তি কামনা করলেন। এরপর জিতেন্দ্র তেওয়ারি আসানসোলের তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার সম্পর্কে দাবি করেন, "আসানসোলের মানুষকে উনি চেনেন না। গত আড়াই বছরে আসানসোল হাসপাতালের সুপারের নাম, কলেজের প্রিন্সিপাল কে এমনকি সেখানকার তৃণমূলের ব্লক সভাপতিদের নাম উনি জানেন না।

এবার আসানসোলের মানুষ ঠিক করবে কাকে জেতাবেন"। জিতেন্দ্র তেওয়ারির ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিককে নিয়ে মন্তব্য, গণতান্ত্রিক ব্যবস্থায় যে কেউ প্রার্থী হতেই পারেন।

WestBengalBangla

Mar 20 2024, 13:19

যেভাবে বেআইনি বহুতল বাড়ছে, মেদিনীপুরের অবস্থাও হবে গার্ডেনরিচের মতো,ফেসবুকে বিস্ফোরক পোস্ট কংগ্রেস কাউন্সিলরের


*এসবি নিউজ ব্যুরো:* কলকাতার গার্ডেনরিচে বেআইনি বহুতল ভেঙে পড়ার ঘটনায় মৃত্যু বেড়ে হয়েছে ১০। বেআইনি নির্মাণের বিষয়টি স্বীকার করে নেওয়া হয়েছে কলকাতা কর্পোরেশন থেকে রাজ্য সরকারের পুর ও নগরোন্নয়ন দফতরের তরফে। অন্যদিকে, এই ঘটনার পরই মেদিনীপুর পৌরসভার একমাত্র কংগ্রেস কাউন্সিলর মহঃ সাইফুল ফেসবুকে বিস্ফোরক পোস্ট করেছেন।

সাইফুল লিখেছেন, "যেভাবে বেআইনি নির্মাণ হচ্ছে মেদিনীপুরে, একদিন গার্ডেনরিচ হতে বাধ্য।পৌরপিতা সৌমেন খানের বদান্যতায়।" সম্প্রতি মেদিনীপুর সফরে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও জেলা শহর মেদিনীপুরে বহুতল-নির্মাণ সম্পর্কে 'কড়া' পর্যবেক্ষণ রেখেছিলেন।গত ৪ মার্চ সার্কিট হাউসের রুদ্ধদ্বার বৈঠকে মুখ্যমন্ত্রী মেদিনীপুর পৌরসভার পৌরপিতা সৌমেন খানকে কড়া বার্তা দিয়েছিলেন মেদিনীপুরে বহুতল নির্মানে লাগাম টানতে বলেছিলেন।

তিনি বলেছিলেন, "কোনোভাবেই মেদিনীপুর শহরে যেন ৬-৭ তলার বেশি বহুতলের অনুমতি না দেওয়া হয়।" এদিন, গার্ডেনরিচের ঘটনার পর ফের একবার পশ্চিম মেদিনীপুরের জেলা শহর মেদিনীপুরে বেআইনি - নির্মাণের বিষয়টি প্রকাশ্যে চলে এলো। খোদ পৌরসভার কাউন্সিলরই এজন্য দায়ী করলেন পৌরপ্রধানকে।

এবিষয়ে কটাক্ষ করে জেলা বিজেপির মুখপাত্র অরূপ দাস বলেছেন, "এসব শুধু আই-ওয়াশ। আজ নয়, বহুদিন আগেই মেদিনীপুর শহরে বহুতল নির্মাণ নিয়ে আমরা আন্দোলন করেছি। শহরবাসীর সামনে বিষয়টি তুলে ধরেছি। এজন্য পুরসভা থেকে শাসকদলের নেতা-নেত্রীরা সকলেই দায়ী। আসলে এই বহুতল নির্মাণের কাটমানি হয়তো পৌরপিতা, বিধায়ক হয়ে তৃণমূলের একেবারে শীর্ষ স্তরে বা স্বয়ং মুখ্যমন্ত্রীর কাছেও পৌঁছে যায়, তাই কোনও পদক্ষেপ নেওয়া হয়না।"

অন্যদিকে গার্ডেনরিচের ঘটনার পরই মেদিনীপুরের পৌরপ্রধান সৌমেন খান জানিয়েছেন, "প্রতিটি বহুতল নির্মাণ সংস্থা বা কর্তৃপক্ষ বা নির্মাণকারীদের নোটিশ পাঠিয়েছি। সমস্ত কিছু যদি ঠিকঠাক না থাকে, ব্যবস্থা নেওয়া হবে। আমরা নোটিশের একটি কপি মহকুমাশাসক মধুমিতা মুখার্জি ম্যাডামকেও পাঠিয়েছি।"

WestBengalBangla

Mar 19 2024, 19:56

২৫ বছর পর আন্তর্জাতিক গলফ প্রতিযোগিতার আসর অনুষ্ঠিত হতে চলেছে কলকাতার রয়্যাল ক্যালকাটা গলফ ক্লাবে

খবর কলকাতা : ইউরোপীয় চ্যালেঞ্জ ট্যুর, টাটা স্টিল প্রফেশনাল গল্ফ টুর অফ ইন্ডিয়া (পিজিটিআই) এবং রয়্যাল কলকাতা গলফ ক্লাব (আরসিজিসি) যৌথভাবে কলকাতা চ্যালেঞ্জ চালু করেছে।

দ্য চ্যালেঞ্জ ট্যুর এবং দ্য টাটা স্টিল পিজিটিআই দ্বারা সহ-অনুমোদিত,টুর্নামেন্টে একটি পুরস্কার মূল্য ইউএস ডলার ৩০০,০০০ এবং এটি চ্যালেঞ্জ ট্যুরের দুই সপ্তাহ ব্যাপী ভারতীয় পর্বের দ্বিতীয় ইভেন্ট।

২১ থেকে ২৪ শে মার্চ, ২০২৪ তারিখে কলকাতার ঐতিহাসিক আরসিজিসি-তে অনুষ্ঠিত এই ইভেন্টটি ২৫ বছরের দীর্ঘ ব্যবধানে-এর পর কলকাতা এবং আরসিজিসি-তে একটি আন্তর্জাতিক ইভেন্টের প্রত্যাবর্তনকে চিহ্নিত করবে।

ভারতীয় দলের নেতৃত্ব দেবেন অভিজ্ঞ অর্জুন অটওয়াল এবং অলিম্পিয়ান এসএসপি চৌরাসিয়া, দুজনেই তাদের ঘরের মাঠে খেলবেন। মজার বিষয় হল, পিজিএ ট্যুর এবং তিনবারের ডিপি ওয়ার্ল্ড ট্যুর বিজয়ী অর্জুন অটওয়াল ১৯৯৯ সালের ইন্ডিয়ান ওপেন আরসিজিসি-তে অনুষ্ঠিত সর্বশেষ আন্তর্জাতিক ইভেন্ট জিতেছিলেন। চারবার ডিপি ওয়ার্ল্ড ট্যুর বিজয়ী এসএসপি চৌরাসিয়া ১৯৯৯ ইন্ডিয়ান ওপেনে যুগ্ম রানার আপ ছিলেন।

মাঠের অন্যান্য ভারতীয় তারকাদের মধ্যে রয়েছে ডিপি ওয়ার্ল্ড ট্যুর বিজয়ী গগনজিৎ ভুল্লার, চ্যালেঞ্জ ট্যুর বিজয়ী এবং ২০২৩ টাটা স্টিল পিজিটিআই র‍্যাঙ্কিং চ্যাম্পিয়ন ওম প্রকাশ চৌহান, বর্তমান টাটা স্টিল পিজিটিআই র‍্যাঙ্কিং লিডার মনু গন্ডাস, রশিদ খান, অলিম্পিয়ান উদয়ন মানে, যুবরাজ সিং সান্ধু এবং চিক্কারাঙ্গাপ্পা করণদীপ কোচারের মতো কিছু নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

এই ইভেন্টে চ্যালেঞ্জ ট্যুরের প্রধান নামগুলির মধ্যে রয়েছে রোড টু মালোর্কা র‍্যাঙ্কিং লিডার সুইডেনের মিকেল লিন্ডবার্গ, সুইডেনের বর্জন অ্যাকেসন, ফ্রান্সের মার্টিন কুবরা, ইংল্যান্ডের জন প্যারি এবং ডেনমার্কের লুকাস বিজেরেগার্ড।

মিঃ গৌরব ঘোষ, ক্যাপ্টেন, আরসিজিসি, বলেন, “আমরা ২৫ বছর পর আরসিজিসি-তে একটি আন্তর্জাতিক ইভেন্ট কলকাতা চ্যালেঞ্জের আয়োজন করতে পেরে গর্বিত। আমরা সকল বিদেশী এবং পিজিটিআই খেলোয়াড়দের স্বাগত জানাই।”

চ্যালেঞ্জ ট্যুরের ডিরেক্টর জেমি হজেস বলেন, “চ্যালেঞ্জ ট্যুরের ইতিহাসে প্রথমবার কলকাতায় আসাটা দারুণ। দিল্লিতে একটি চমৎকার সপ্তাহের পর, দেশে আমাদের টানা দ্বিতীয় ইভেন্টের জন্য এখানে ফিরে আসতে পেরে এবং পিজিটিআই-তে আমাদের বন্ধুদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে পেরে আমরা আনন্দিত।

“রয়্যাল ক্যালকাটা গল্ফ ক্লাবের ঐতিহাসিক ভেন্যু পিজিটিআই এবং ইউরোপের সেরা গল্ফ প্রতিভা দের মধ্যে চার দিনের প্রতিযোগিতার জন্য উপযুক্ত স্থান।

“এই ইভেন্টগুলি আমাদের মৌসুমের প্রথম দিকে আমাদের সদস্যদের জন্য খেলার সুযোগ নিশ্চিত করার জন্য গুরুত্বপূর্ণ যখন ইউরোপের বেশিরভাগ জায়গায় খেলা আমাদের পক্ষে কঠিন। এটি একটি উত্তেজনাপূর্ণ সপ্তাহ হতে চলেছে।”

মিঃ উত্তম সিং মুন্ডি, সিইও, পিজিটিআই, বলেন, “কলকাতা চ্যালেঞ্জ চালু করার জন্য আমাদের সাথে অংশীদারিত্ব করার জন্য আমরা চ্যালেঞ্জ ট্যুর এবং আরসিজিসিকে ধন্যবাদ জানাই। কলকাতার গল্ফ অনুরাগীদের জন্য উত্তেজনা লক্ষণীয় কারণ একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট ১৯৯৯ সালের পর প্রথমবারের মতো ক্রীড়াপ্রেমী শহর এবং ভারতীয় গল্ফের ঐতিহ্যবাহী কেন্দ্র ও নার্সারি গুলোর মধ্যে একটি মর্যাদাপূর্ণ আরসিজিসি-তে ফিরে এসেছে ৷ আমরা আত্মবিশ্বাসী যে এই ইভেন্টটি আরসিজিসি কে আন্তর্জাতিক ইভেন্টগুলির জন্য একটি প্রধান ভেন্যু হিসাবে পুনঃপ্রতিষ্ঠা করতে অনেক দূর এগিয়ে যাবে।

“পিজিটিআই থেকে শীর্ষস্থানীয় নামগুলির পাশাপাশি ভারতীয় গ্রেট অর্জুন অটওয়াল এবং এসএসপি চৌরাসিয়া মাঠের অংশ হিসাবে একটি শক্তিশালী ভারতীয় উপস্থিতি থাকবে। চ্যালেঞ্জ ট্যুরের উত্তেজনাপূর্ণ দুই সপ্তাহের ভারতীয় সুইংয়ের এই দ্বিতীয় পর্বে ভারতীয় খেলোয়াড়দের প্রভাব ফেলতে দেখার জন্য আমরা উন্মুখ। আমরা খেলোয়াড়দের মঙ্গল কামনা করি।”

বিশ্ব-বিখ্যাত রয়্যাল কলকাতা গলফ ক্লাব (আরসিজিসি), স্নেহে 'রয়্যাল' নামে পরিচিত, ইতিহাসে ঠাসা, কারণ এটি ১৮২৯ সালে প্রতিষ্ঠিত ব্রিটিশ দ্বীপপুঞ্জের বাইরের প্রাচীনতম গল্ফ ক্লাব। এটিকে ব্যাপকভাবে দেশে গেমের প্রতিষ্ঠাতা হিসাবে বিবেচনা করা হয় এবং ভারতীয় মাটিতে ভারতীয় ওপেন এবং অল-ইন্ডিয়া অ্যামেচার চ্যাম্পিয়নশিপ সহ কয়েকটি সবচেয়ে মর্যাদাপূর্ণ টুর্নামেন্টের আয়োজন করেছে। ৭০১৪-গজ কোর্সে লং হিটার এবং ফাউল শটকে কঠোর শাস্তি দেওয়া হয়। জলের বিপদের নিছক সংখ্যা এই কোর্সটি মাস্টার করার জন্য একটি বাস্তব চ্যালেঞ্জ করে তোলে।হাইলাইটস ফিল্ডটি ভারতীয় তারকা অর্জুন অটওয়াল, এসএসপি চৌরাসিয়া, গগনজিৎ ভূল্লার, ওম প্রকাশ চৌহান, মনু গন্ডাস, রশিদ খান এবং চ্যালেঞ্জ ট্যুর তারকা মিকেল লিন্ডবার্গ, বর্জন অ্যাকশন, মার্টিন কুবরা, জন প্যারি, লুকাস বিজেরেগার্ড উপস্থিত থাকবেন।

ছবি: সঞ্জয় হাজরা (খবর কলকাতা)।

WestBengalBangla

Mar 19 2024, 15:44

*লোকসভা নির্বাচনে জনসংযোগে বেরিয়ে রান্না করলেন বিজেপি প্রার্থী লকেট,লড়াই*
*এসবি নিউজ ব্যুরো:* আজ হুগলির পোলবা রাজহাট পঞ্চায়েত এলাকায় ভোট প্রচারে যান লকেট চ্যাটার্জি। সেখানে গ্রামের মানুষের সাথে জনসংযোগ করেন। রাজহাট এলাকায় ওলাবিবি তলায় মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করেন বিজেপি প্রার্থী।প্রতি বছর এই সময় রাজহাট ওলাবিবি তলায় অনুষ্ঠিত হয় রান্না পুজো উৎসব। বহু প্রাচীন কাল থেকে অনুষ্ঠিত হয়ে আসছে এই উৎসব। সেখানে জমায়েত হয় বহু মানুষের।

রীতি অনুযায়ী গ্রামের মানুষ এদিন ওলাবিবি তলায় রান্না করেন এবং সেখানেই খাওয়া দাওয়া করেন। ওলা বিবিতলা থেকে প্রার্থনা করে বেরিয়ে সেখানেই গ্রামের মানুষের সাথে রান্নায় হাত লাগান লকেট। সেখানে লকেটকে দেখতে ভিড় জমান সাধারণ মানুষ। ছেলে মেয়েদের আবদারে তাদের সাথে সেলফিও তোলেন বিজেপির তারকা প্রার্থী।

WestBengalBangla

Mar 19 2024, 15:42

সুন্দরবনের অষ্টম শ্রেণীর ছাত্রী ক্যারাটে ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়ে বাড়ি ফিরলে, খুশি এলাকার মানুষ

*এসবি নিউজ ব্যুরো:* দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের প্রত্যন্ত এলাকা মথুরাপুর থানার মথুরাপুর ১ নম্বর ব্লকের কৃষ্ণচন্দ্রপুর হাইস্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী অড়িশা শেখ।নেপালি ক্যারাটে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন।অবিশ্বাস্য হলেও সত্যি। আজ সকালে মথুরাপুর স্টেশনে নেমে কৃষ্ণচন্দ্রপুর হাইস্কুল এলো সে। ছাত্রীটি দরিদ্র পরিবারের। বাবা পেশার ভ্যান চালক। দুইবেলা দুমুঠো পেট ভরে খাওয়ার মতোও অর্থ নেই।

বাবা কোনমতে সংসার চালান।তবু এত কষ্টের মধ্যে নিজের পড়াশোনা এবং ক্যারাটে প্রশিক্ষণ নিয়ে এগিয়ে চলেছে জীবনে সাফল্যের সাথে।  নেপালি ৫৪৬ জন অংশগ্রহণকারি প্রতিযোগীর মধ্যে প্রথম স্থান অধিকার করে সে। বর্তমানে সে ক্যারাটে ব্রাউন বেল অর্জন করেছে। 

অড়িশা জানায়," আমি জীবনে বড় হয়ে, ন্যাশনাল গেমে যেতে চাই"। তাঁর এই সাফল্যের পৌঁছে দেওয়ার জন্য কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলের প্রধান শিক্ষক চন্দন কুমার মাইতি  সর্বত্রভাবে তার সাহায্যে হাত বাড়িয়ে দেবেন  এবং তিনি জানালেন, " কোন ছাত্রছাত্রীর প্রতিভাকে বিকশিত করার জন্য তিনি সর্বদা প্রস্তুত আছেন। তাই আজ অষ্টম শ্রেণির ছাত্রী অড়িশা শেখ কে সবাই কুর্নিশ জানাই"।

WestBengalBangla

Mar 19 2024, 15:41

*আবারও মানবিক রূপ প্রকাশ পেলো মোথাবাড়ি থানা পুলিশের*
*এসবি নিউজ ব্যুরো:* সিএসপি সেন্টার খুলে টাকা আত্মসাতের ফাঁদ  পেতে ছিল এক যুবকে।আদালতের নির্দেশে তৎপরতার সঙ্গে তদন্ত চালিয়ে প্রতারিত মহিলাকে টাকা ফেরত দিল পুলিশ। কিন্তু আদালত ও পুলিশের তৎপরতায় ধরা পড়লো ওই সিএসপি সেন্টারের মালিক। বেহাত হয়ে যাওয়া টাকা ফিরে পেল প্রতারিত ওই মহিলা।

ঘটনাটি কালিয়াচক ২ নম্বর ব্লকের বাঙ্গীটোলা অঞ্চলের কাশিমবাজার এলাকায়।কাশিমবাজার এলাকায়  এসবিআই ব্যাংকের সিএসপি সেন্টার খুলে মজিবর রহমান বলে এক যুবক।২০১৮ সালে এই সিএসপি সেন্টারে আসে মাম্পি মন্ডল। সে ৭০ হাজার টাকা জমা দেয় এবং আগামী পাঁচ বছরে সেই টাকা ১ লাখ ৪ হাজার হবে বলে রিসিভও দেয় সিএসপি সেন্টার থেকে। কিন্তু পাঁচ বছর পরে মাম্পি ব্যাঙ্কে সেই টাকা তুলতে গেলে দেখে তার নামে কোন টাকাই নেই। মাম্পি বুঝতে পারে তাকে যে রিসিভ দেওয়া হয়েছিল তা সম্পূর্ণ জাল।

তারপরে  প্রথমে পুলিশের কাছে এবং পরে আদালতে যায়। আদালত পুলিশকে সেই টাকা রিকভারি করার নির্দেশ দিলে মোথাবাড়ি থানার পুলিশ অভিযুক্ত মজিবর রহমানকে গ্রেফতার করে।এবং অভিযুক্তর কাছ থেকে সমস্ত টাকা উদ্ধার করে মহিলার হাতে  ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেয়। এবং মূলত দুই ধাপে ওই মহিলার সমস্ত টাকা উদ্ধার করে দেয় পুলিশ।আগে ৩৪ হাজার টাকা এবং পরে ৭০ হাজার টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করে পুলিশ।টাকা ফেরত পেয়ে খুশি প্রতারিত মাম্পি মন্ডল। মাম্পি বলেন ,"এই ভাবে সব টাকা ফেরত পাব ভাবতেই পারিনি। তার জন্য পুলিশকে ধন্যবাদ জানাচ্ছি"।

WestBengalBangla

Mar 18 2024, 09:21

*প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ পরিচালিত চতুর্থ শ্রেণীর মেধা বৃত্তিক বৃত্তি প্রদান অনুষ্ঠান*
*এসবি নিউজ ব্যুরো:* শুধুমাত্রই ভ্রান্ত সরকারি শিক্ষানীতির জন্যই  ক্রমশই রাজ্যের সরকার পরিচালিত প্রাথমিক শিক্ষার দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন অভিভাবকরা। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ পরিচালিত চতুর্থ শ্রেণীর মেধাবৃত্তিক বৃত্তি প্রদান অনুষ্ঠানে এসে এই ভাবেই রাজ্য সরকারকে আক্রমণ করলেন পর্ষদের রাজ্য সম্পাদক তপন কুমার সামন্ত।

রবিবার রায়গঞ্জ ইনস্টিটিউটে  একটি আয়োজিত এক কর্মসূচিতে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলার চতুর্থ শ্রেণীর বৃত্তিপ্রাপক শিক্ষার্থীদের হাতে শংসাপত্র ও পুরস্কার তুলে দেওয়া হয়। ৩ জেলা থেকে ৪২ জন কৃতি শিক্ষার্থীকে এই সংবর্ধনা দেওয়া হয়।

রাজ্যজুড়ে ১ লাখ ৫৯ হাজার ২০৪ জন অংশগ্রহণকারী পরীক্ষার্থীর মধ্যে রাজ্যজুড়ে ৮১০ জন কৃতিকে সংবর্ধনা দেওয়া হবে। যার মধ্যে এই ৩ জেলা থেকে রয়েছে ৪৫ জন। রাজ্য সম্পাদক তপন সামন্ত সরকারি শিক্ষা ব্যবস্থা থেকে 'পরীক্ষা ' তথা পাস-ফেল তুলে দেওয়াকে শিক্ষাব্যবস্থা ধ্বংস করার এক পরিকল্পিত ষড়যন্ত্র বলে মন্তব্য করেন।

WestBengalBangla

Mar 18 2024, 09:18

*কবিতা*
*সহিষ্ণুতা -গ্রহিষ্ণুতা*

*গোপাল মাঝি*

মাতৃ -গর্ভে জন্ম নিয়ে শিশু
        যখন বড় হয়,
ধর্ম বলতে কি যে বোঝায়
        তার কি মনে রয়?
শৈশব কেটে যৌবন পর্বে
        যখন সে পৌঁছায়,
পারি -পার্শ্বিক পরিস্থিতি তারে
        গ্রাস করে নেয় |
আপন ধর্ম ছাড়া আদৌ
         বুঝতে নাহি চায়,
কুয়োর ব্যাঙ হয়ে তখন
          সময় সে কাটায় |
ধর্ম যদি হিংসা আনে
          থাকবে কেমনে জাতি,
জাতি দাঙ্গা লাগবে তখন
          নিভবে জীবন বাতি!
তোমার ধর্ম -আমার ধর্ম
          থাকুক তো অন্তরে,
পবিত্র মন নিয়ে সবাই
         থাকনা নিজ কর্মে |
ধর্মান্ধতার উর্ধে উঠে যাঁরা
         নিজ কর্ম করে,
সব ধর্মের মানুষ কেবল
        তাঁকেই মনে রাখে |
সহিষ্ণুতা -গ্রহিষ্ণুতা ছিল যাহা
        স্বামীজীর বাণী,
সম্প্রীতি ফিরে আসবে আবার
        আমরা যদি মানি |

WestBengalBangla

Mar 17 2024, 18:23

বাংলাদেশ থেকে ভারতে সোনা চোরা চালানর আগেই উদ্ধার ৬৯.২৭ লক্ষ টাকার সোনা

উত্তর ২৪ পরগণা : বাংলাদেশ থেকে ভারতে সোনা চোরা চালানোর আগেই ৬৯.২৭ লক্ষ টাকার সোনা উদ্ধার করল দক্ষিণবঙ্গ সীমান্তের অধীনে বর্ডার সীমান্ত চৌকি জয়ন্তীপুরের ০৫ বাহিনীর বিএসএফের জাওয়ানরা।বিএসএফ সূত্রে খবর তারা গোপন সূত্রে খবর পায় এবং এক সন্দেহভাজন ভারতীয় ব্যক্তিকে আটক করে মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি চালালে তার কাছ থেকে উদ্ধার হয় ০৯টি সোনার বিস্কুট।যার ওজন ১.০৪৯ গ্রাম। মলদ্বারে লুকিয়ে বাংলাদেশ থেকে ভারত পাচারের চেষ্টা করছিল। আটক সোনার আনুমানিক বাজার মূল্য ৬৯,২৭,৬২৪/- টাকা। বিএসএফ সূত্রে আরো জানা যায় ধৃত পাচারকারীর নাম মেহেরুদ্দিন মালি। পিতা - রুমজান মালি, গ্রাম - জয়ন্তীপুর (ছত্তিসগড়িয়া), জেলা- উত্তর ২৪ পরগনা (পঃ বঃ), সীমান্ত বেড়ার সামনে।জিজ্ঞাসাবাদে মেহেরুদ্দিন মালি জানায় যে, সে তার গ্রামের জয়ন্তীপুর।(ছত্তিসগড়িয়া) বিপরীতে অবস্থিত বাংলাদেশের সাদিপুর গ্রামের মিলন শেখের কাছ থেকে ০৯ পিস সোনার বিস্কুট পেয়েছে। বিএসএফ জানিয়েছে ধৃতের বিরুদ্ধে এর আগেও একাধিক মামলা রয়েছে। ২০১৮সালে একটি মানব পাচারের মামলায় বিএসএফ দ্বারা গ্রেপ্তার হয়ে বনগাঁয় জেলে ছিলেন।আটক ব্যক্তি ও জব্দকৃত জিনিসপত্র শুল্ক বিভাগ পেট্রাপোলে হস্তান্তর করা হয়েছে।

WestBengalBangla

Mar 17 2024, 18:20

*ইডেনে কেকেআর এর প্র্যাক্টিস*

খেলা

খবর কলকাতা: আগামী ২২ মার্চ শুরু হতে চলেছে আইপি এল।২৩ মার্চ কলকাতার ইডেন গার্ডেন ময়দানে মাঠে নামবে কেকেআর। শুক্রবার সকালেই পৌঁছে গিয়েছে টিমের সদস্যরা। ইডেনে প্র্যাক্টিস করতে দেখা গেল তাঁদের। তাঁদের প্র্যাক্টিস ক্যামেরাবন্দী করলেন আমাদের ফটোগ্রাফার সঞ্জয় হাজরা।